খুদে ক্রিকেটারের সন্ধানে ট্যালেন্ট হান্ট শুরু

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১২ AM
খুদে ক্রিকেটারদের সন্ধানে ট্যালেন্ট হান্টের অনুষ্ঠানে অতিথিরা।

খুদে ক্রিকেটারদের সন্ধানে ট্যালেন্ট হান্টের অনুষ্ঠানে অতিথিরা। © সংগৃহীত

দেশব্যাপী প্রতিভাবান খুদে ক্রিকেটারদের সন্ধানে ট্যালেন্ট হান্ট শুরু হয়েছে। বুধবার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ক্যাম্পেইনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃক বাস্তবায়িত ট্যালেন্ট হান্ট কক্সবাজার জেলার আটটি উপজেলায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে চকরিয়া উপজেলা পরিষদের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভার প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ এক সেট করে ক্রিকেট সামগ্রী প্রদানের প্রকল্প গ্রহণ করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশব্যাপী আয়োজিত ট্যালেন্ট হান্টের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল মাহমুদ সৈকত।

চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আ ক ম গিয়াস উদ্দিনেরর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রতন বিশ্বাস, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) তপু আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও চকরিয়া ক্রিকেট একাডেমির সভাপতি তপন দাশ।

চট্টগ্রাম বিভাগের দায়িত্বে নিয়োজিত ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার (মনিটরিং) সুজিত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন খালেদ, বদরখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, পালাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ।

ট্যাগ: ক্রিকেট
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর চার মাসের জবাবদিহিতা: জাতীয় রাজনীতির ছোট মডেল
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গান মানুষের হৃদয়ে পৌঁছাবে, গণআন্দোলনের শক্তি হবে …
  • ২৭ জানুয়ারি ২০২৬