বাবার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হব, কিন্তু.....

৩০ আগস্ট ২০১৯, ১২:০৩ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

বাবার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু সে স্বপ্ন ফিকে হয়ে গেল নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের! এমনটাই মনে করছেন তিনি! বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে এক্যাউন্ট থেকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন নুর। সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— 

‘নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবার স্বপ্ন ছিলো তার ছেলে বিসিএস ক্যাডার হবে , বোনের স্বপ্ন ছিলো তার ভাই বড় একটা সরকারি চাকরি করবে, ভাইয়ের স্বপ্ন ছিলো তার ভাই ঢাবি থেকে পড়াশুনা শেষ করে বড় একটা চাকরি করবে। পিছিয়ে পড়া সংসারটাকে এগিয়ে নিবে। প্রেয়সীর স্বপ্ন ছিলো তার বর ভালো একটা চাকরি করবে, সবাইকে নিয়ে হাসি-খুশি একটা পরিবার হবে।

এমন কিছু পারিবারিক গল্প নিয়েই পথ চলতে চেয়েছিলাম। কিন্তু কেন জানি এতোগুলো মানুষের আশা-ভরসা, স্বপ্নের চেয়ে সমাজ-রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতাটাই নিজেকে বেশী তাড়িত করেছে। এতো অমানিশার মাঝেও কেন জানি আলোর নেশাটাই প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। শূন্য হাতেও উদ্দ্যম নিয়ে চলতে প্রেরণা যোগায়।’

প্রসঙ্গত, গত বছর বাংলাদেশের আলোচিত ছাত্র আন্দোলন ‘কোটা সংস্কার আন্দোলনের’ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নুরুল হক নুর। পরে চলতি বছর ডাকসুতে ভিপি পদপ্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলে বিপুল ভোটে জয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী। 

সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর চার মাসের জবাবদিহিতা: জাতীয় রাজনীতির ছোট মডেল
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গান মানুষের হৃদয়ে পৌঁছাবে, গণআন্দোলনের শক্তি হবে …
  • ২৭ জানুয়ারি ২০২৬