রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের বার্ষিক এসেম্বলি

২৩ মার্চ ২০১৯, ১০:০০ PM
রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের বার্ষিক এসেম্বলিতে নেতৃবৃন্দ।

রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের বার্ষিক এসেম্বলিতে নেতৃবৃন্দ। © মুনযির এম সা'দ

চট্টগ্রাম নেভাল এভিনিউ, রোটারি স্কুলে বিকেল সাড়ে তিনটার দিকে রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের রোটাবর্ষ ২০১৯-২০ সেশনের এসেম্বলি সম্পন্ন হয়েছে। এতে নতুন বছরের কার্যনির্বাহী কমিটির ঘোষণা এবং ডিরেক্টরদের দায়িত্ব- কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়।

ক্লাব এসেম্বলির সূচনা, কুরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীত পরিচালনা করেন ১৮-১৯ সেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ মিসকাত এবং পরে ১৯-২০ সেশনের প্রেসিডেন্ট আব্দুল মান্নান আসিফের নিকট ফ্লোর হস্তান্তর করেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট আব্দুল মান্নান আসিফ অনুষ্ঠানের বাকি অংশ পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব ইসলামাবাদ (রোটাবর্ষ ১৯-২০) প্রেসিডেন্ট আলতাফ মোহাম্মদ হান্নান, রোটারেক্ট ক্লাবের পিপি মোহাম্মদ ওমর আলি ফয়সাল, পিপি আব্দুল হালিম পলাশ, পিপি ওয়াহিদুল আমিন সোহাগ, পিপি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী মুহসিন, পিপি মাঈনুল ইসলাম রিয়াত, পিপি সোহেল রানা।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ইলেক্ট আব্দুল মান্নান আসিফ।এতে রোটারি এবং রোটার‍্যাক্ট রিলেশনশিপের উপর আলোচনা করেন রোটারি প্রেসিডেন্ট ইলেক্ট আলতাফ মোহাম্মদ হান্নান। সেই সাথে ‘শুদ্ধ বাংলা চর্চা’ প্রতিযোগিতার এজেন্ডা ঘোষণা করেন।

এছাড়াও ক্লাবের ২৫ বছর ফুর্তি এবং নিয়মিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা আয়োজনের ঘোষণা দেন পিপি মোহাম্মদ ওমর আলি ফয়সাল।

চট্টগ্রামে নির্বাচনী প্রচারে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭
  • ২৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস সম্পন্ন: সামরি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার সেই জামায়াত নেতা
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভারতে বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage