ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান আসিফ প্রেসিডেন্ট এবং ফজলে রাব্বি সিনান সেক্রেটারি পদে জয়ী হন
চট্টগ্রামের রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৪ জন রোটার্যাক্টর অংশগ্রহণ করেন। এতে ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান আসিফ প্রেসিডেন্ট এবং ফজলে রাব্বি সিনান সেক্রেটারি পদে জয়ী হন।
নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ক্লাবের ২০১৮-১৯ বর্ষের ভাইস প্রেসিডেন্ট রোটার্যাক্টর ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান আসিফ এবং রোটার্যাক্টর জালাল উদ্দিন আহমদ। সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২০১৮-১৯ বর্ষের সেক্রেটারি রোটার্যাক্টর ফজলে রাব্বি সিনান, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর ইঞ্জিনিয়ার নিলয় চক্রবর্তী এবং জয়েন্ট সেক্রেটারি আব্দুল হামিদ অয়ন।
নির্বাচন প্যানেলে সিইসি ছিলেন আইপিপি জান্নাতুর নুর মিম্মাহ, কো-অর্ডিনেটর ছিলেন পিপি সোহেল রানা এবং ২০১৮-১৯ বর্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ মিশকাত।