সব সময়ই আলোচনায় থাকেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ক’দিন আগেই নিজের ভেরিফাইড ফেসবুকে ‘কামিং সুন’ শিরোনামে যে স্ট্যাটাস দিয়েছিলেন, সেটিতেই যেন আরেকটু রস দিলেন আজ শুক্রবার। বললেন, ‘আর ইউ রেডি?’ সোহেল তাজ আসছে আপনার দরজায়। সঙ্গে একটি ভিডিও আপলোড করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এই ছেলে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ‘টি-শার্টের ওপর কোর্ট পড়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হচ্ছেন সোহেল তাজ। এরপর অনেকটা ফিল্মি স্টাইলে কোনো এক বাড়িতে গিয়ে দরজায় নক করছেন। সঙ্গে সঙ্গে লেখা উঠলো- ‘সোহেল তাজ আসছে আপনার দরজায়। আপনি রেডি তো?
শুক্রবার বিকেল ৫টার দিকে আপলোড করা এই ভিডিও মাত্র এক ঘন্টাতেই ২৪ হাজার ভিউ হয়; লাইক ছাড়িয়ে যায় ৫ হাজার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ছয়’শ মন্তব্য পড়ে।
সোহেল তাজের এ ভিডিও’র মন্তব্যে জেড এইচ শিহাব নামে একজন লিখেছেন, ‘বাংলার গর্ব ভাই আপনি। আপনাকে বর্তমান রাজনীতিতে বেশি দরকার। তরুন প্রজন্ম আপনাকে রাজনীতিতে চায় ভাই।’ নজরুল ইসলাম নামে একজন লিখেন, ‘আমি রেডি চলে আসেন লিডার আমার বাড়িতে।’ মো. মামুন হোসেন মন্তব্য করেন, ‘এই সময় নেতা আপনাকে খুব প্রয়োজন। এই দেশের জন্য আসেন।’ অবশ্য মন্তব্যে নিজ এলাকার উন্নয়নের দিকে সোহেল তাজকে পরামর্শ দিয়েছেন কেউ কেউ।
এর আগে গত ২০ জানুয়ারি একই পেইজে একটি স্ট্যাটাস দেন তিনি। যাতে লিখেন, ‘coming soon...পাল্টে যাবে জীবন। কী হতে পারে?’ তার এই রহস্যময় স্ট্যাটাস ভাইরাল হয় ফেসবুকে। সোহেল তাজের ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে ফলোয়ার এবং ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করতে থাকেন কমেন্ট বক্সে। অনেকেই ধারণা করেন ফের রাজনীতিতে ফিরছেন তরুণ এ রাজনীতিবিদ। সেই বার্তাই দিয়েছেন স্ট্যাটাসে।
প্রসঙ্গত ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে আচমকা পদত্যাগ করেন। চলে যান সুদূর যুক্তরাষ্ট্রে। ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। মাঝেমধ্যে সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত থাকলেও রাজনীতিতে যুক্ত হবেন না বলে তখন সাফ জানিয়ে দেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
সোহেল তাজ ফের আলোচনায় আসেন আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে। তখন রাজনীতির অন্দরমহলে আলোচনা শুরু হয় যে, সোহেল তাজ রাজনীতিতে সক্রিয় হবেন। ওই সময় তিনি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। দলের গুরুত্বপূর্ণ পদে সোহেল তাজকে আনা হচ্ছে-এমন গুঞ্জনও শুরু হয়। তবে শেষ পর্যন্ত রাজনীতি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।