ভ্যালেনটাইন্স ডেতে ‘সিঙ্গেলদের জন্য ফ্রি চা!

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪০ PM

© ফাইল ফটো

‘ভ্যালেন্টাইন্স ডে’তে কাপলদের জন্য পাড়ার ক্যাফে থেকে বড় রেস্তোঁরায় রাখা হয় ভ্যালেন্টাইন‌্স ডে স্পেশ্যাল মেন্যুর ছড়াছড়ি। আর সিঙ্গলরা? তারা কী শুধুই এসব দেখে চোখের জল ফেলে দিনটা কাটাবে? মোটেও না! অন্তত আমদাবাদের সিঙ্গেলরা তো একেবারেই না!

ভারতের আমদাবাদের বস্ত্রপুরের ২২ বছর বয়সী চা-বিক্রেতা প্রফুল্ল বিল্লোর। প্রফুল্ল ঠিক করেছেন, ভ্যালেন্টাইন‌্‌স ডে-র দিন সন্ধা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত ‘MBA Chai Wala’ নামে তার দোকানটিতে আসা সমস্ত সিঙ্গলদের একদম বিনা পয়সায় চা খাওয়াবেন তিনি। এই উপলক্ষে ফেসবুকে একটি ইভেন্টও তৈরি করে ফেলেছেন তিনি, নাম ‘Free Chai for Singles’।

তবে জার্নিটা সহজ ছিল না প্রফুল্লর। এম বি এ পড়ার জন্য নামী বিজনেস স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে ভাল কোথাও সুযোগ না পাওয়ায় ছেড়ে দেন পড়া। এরপরই সিদ্ধান্ত নেন নিজের চায়ের দোকান খুলবেন। পরিবার, পাড়া-প্রতিবেশীদের থেকে শুনতে হয়েছে অনেক সমালোচনা। হাল না ছেড়ে ২০১৭ সালে মোটে ৮০০০ টাকা নিয়ে শুরু করেন ব্যবসা। দোকানের নাম রাখেন ‘MBA Chai Wala’। ধীরে-ধীরে সেই দোকান এখন আমদাবাদের তরুণ প্রজন্মের ফেভারিট হ্যাংআউট। চায়ের পাশাপাশি প্রফুল্ল এখন রাখেন নানা ধরনের স্ন্যাক্‌সও।

চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রে…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির নতুন তারিখ ঘোষ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্ত…
  • ২৮ জানুয়ারি ২০২৬
আশ্বাসে ক্লান্ত শিক্ষার্থীরা, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রশা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘একটা হিরোইনসি লও, হাতে কোপ দাও, ৩২৬ করাও’— নিজ কর্মীদের ফা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
দুদকের মামলার গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage