বসন্ত উদযাপন ও ভালোবাসা দিবস

বাংলালিংকের ‘বসন্ত ভালোবাসায় খুশির উৎসব’

১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৮ PM

বাংলাদেশের মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক বসন্ত উদযাপন ও ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে ‘বসন্ত ভালোবাসায় খুশির উৎসব’। এই আয়োজনে ঢাকা, খুলনা ও ময়মনসিংহে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ও শিল্পীরা।

উৎসবের সময়সূচি
১৩ ফেব্রুয়ারি:

* শাওন গানওয়ালা ও নাদিয়া ডোরা
দুপুর ৩টা থেকে বিকাল ৫টা
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

১৪ ফেব্রুয়ারি:

* ব্ল্যাক, এভোয়েড রাফা, জোডিয়াক, অর্জন, দুর্গ ও শহরবন্দি

দুপুর ৩টা থেকে রাত ৮টা

টিএসসি আউটডোর (ডাস চত্বর), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

* চিরকুট, শাওন গানওয়ালা, ধ্রুব ও নাঈম

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

রবীন্দ্র সরোবর, ধানমন্ডি, ঢাকা

* লালন, প্রাচীর ও ক্যাম্পাসের অন্যান্য ব্যান্ড দল

বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

* ভাইকিংস, প্রতিচ্ছবি ও অনিক

বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা

কুয়েট মুক্তমঞ্চ, খুলনা।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং বলেন, পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপন করতে বাংলালিংকের পক্ষ থেকে তরুণদের জন্য এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য এই উৎসবে দেশের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

ব্যান্ড দল চিরকুটের সদস্য শারমিন সুলতানা সুমি বলেন বলেন, আমরা অত্যন্ত আগ্রহের সাথে ‘বসন্ত ভালোবাসায় খুশির উৎসবের’ জন্য অপেক্ষা করছি। দেশের সব প্রান্তের মানুষ আনন্দের সাথে বসন্তের আগমন ও ভালোবাসা দিবস উদযাপন করে। বিশেষ এই সময়ে শ্রোতাদের জন্য সংগীত পরিবেশন করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি ব্যাপার।’

গ্রাহকদের উন্নত মানের ডিজিটাল সেবা প্রদানের পাশাপাশি বিশেষ উপলক্ষ উদযাপনের এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চায় বাংলালিংক।

চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রে…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির নতুন তারিখ ঘোষ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্ত…
  • ২৮ জানুয়ারি ২০২৬
আশ্বাসে ক্লান্ত শিক্ষার্থীরা, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রশা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘একটা হিরোইনসি লও, হাতে কোপ দাও, ৩২৬ করাও’— নিজ কর্মীদের ফা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
দুদকের মামলার গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage