ঢাবি রোভার স্কাউটে নতুন সিনিয়র রোভারমেট

ঢাবি রোভার স্কাউটে নতুন সিনিয়র রোভারমেটরা
ঢাবি রোভার স্কাউটে নতুন সিনিয়র রোভারমেটরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোভার স্কাউট গ্রুপে নতুন সিনিয়র রোভারমেট নিয়োগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এ পদে পাঁচ জনের নাম ঘোষণা করা হয়।

২০১৮-১৯ মেট কাউন্সিলের সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্বপ্রাপ্ত পাঁচজন রোভার হলেন- ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল আলম খান, আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ লিয়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী মাসুদ আল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুস সালাম এবং লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাবিয়া আক্তার। এছাড়া বর্ষসেরা রোভার নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল আলম খান। অনুষ্ঠানে রোভারমেট হিসেবে ১৯ জন রোভারকে মনোনীত করা হয়েছে। আগামী ১ বছর সংগঠনের সকল কার্যক্রম নির্বাহ করবে এই কাউন্সিল।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট লিডার জুয়েল মিয়া, বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সিয়াম, ব্যাংক কর্মকর্তা আল শাহরিয়ার রোকন, বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘের সভাপতি মো. জাহানুর ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক এস আর এমবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জুয়েল মিয়া স্কাউটিংকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় স্কাউটাররা নিরলস কাজ করে যাচ্ছে কিন্তু সেটি আড়াল থেকে চাচ্ছে। আমাদের উচিত বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালার মাধ্যমে কোয়ালিটি সম্পন্ন রোভার গড়ে তোলা এবং বিভিন্ন মাধ্যমে স্কাউটিংয়ের কার্যক্রমগুলো তুলে ধরা।’ তিনি বিদায়ী কাউন্সিলকে ধন্যবাদ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। নতুন কাউন্সিলকে অভিনন্দন জানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটসের একটি অন্যতম গ্রুপ। স্কাউটিং জগতে যেটির রয়েছে গৌরবময় ইতিহাস। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মোট ২১ জন রোভার প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছেন এই গ্রুপ থেকে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রথম পি আর এস বাংলাদেশ স্কাউটসের আন্তর্জাতিক বিষয়ক জাতীয় কমিশনার রফিকুল ইসলাম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন এই গ্রুপের প্রাক্তন রোভাররা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এই ঐতিহ্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন। এ সময় বিদায়ী কাউন্সিল এবং নতুন কাউন্সের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্ট হয়। সবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence