প্রফেসর ইউনূস

স্বপ্নে নতুন বিশ্বের রূপরেখা তৈরী করে নাও

২৮ অক্টোবর ২০১৮, ১০:১১ AM

নেদারল্যান্ডসের হেগ নগরীর পিস প্যালেসে ১৭ অক্টোবর অনুষ্ঠিত ওয়ান ইয়ং ওয়ার্ল্ড’র উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি সমাবেশে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদেরকে পৃথিবীটাকে তাদের নিজেদের মতো করে কল্পনা করে নিতে এবং তাদের সেই কল্পনার পৃথিবীকে তাদের সকল সৃজনশীলতা ও প্রযুক্তির শক্তি দিয়ে গড়ে নিতে আহ্বান জানান। ওয়ান ইয়ং ওয়ার্ল্ডের এই বার্ষিক সমাবেশে ১৯৩টি দেশ থেকে ১,৮০০ তরুণ প্রতিনিধি অংশ নেয়।

তিনি বলেন, ‘একটি বড় সমস্যার সবচেয়ে ছোট অংশটির সমাধান দিয়ে শুরু করো, ঘাবড়ে যেয়ো না।’ তিনি তাদের স্মরণ করিয়ে দেন যে, প্রচলিত পথে একটি নতুন পৃথিবী সৃষ্টি সম্ভব নয়, এজন্য নতুন পথ তৈরী করতে হবে। তিনি তাদেরকে তারা যে-রকম পৃথিবীতে বাস করতে চায় তার উপর সামাজিক কল্পকাহিনী তৈরী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিজ্ঞান যেভাবে বৈজ্ঞানিক কল্পকাহিনীকে অনুসরণ করে, একটি নতুন সামাজিক ব্যবস্থার জন্যও সামাজিক কল্পকাহিনী সৃষ্টি করতে হবে; তোমরা যদি এই নতুন পৃথিবীকে আগেই কল্পনা করে নিতে না পারো, তাহলে সে পৃথিবী কখনোই সৃষ্টি করা যাবে না।প্রফেসর ইউনূস’

ওয়ান ইয়ং ওয়ার্ল্ডের সমাবেশ উদ্বোধন করেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা। অনুষ্ঠানে আরো যোগ দেন হেগ নগরীর মেয়র, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের প্রেসিডেন্ট, নোবেল লরিয়েট তাওয়াক্কল কারমান, বিশিষ্ট গায়ক-গীতিকার বব জেলডোফ ও অন্যান্যরা।

সমাবেশে ‘তিন শূন্য’ শীর্ষক একটি প্লেনারী সেশনে বক্তৃতা দেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, সম্পদ কেন্দ্রীকরণ, জলবায়ু পরিবর্তন ও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের উদ্ভব একটি বাজতে থাকা টাইম বোমার জন্ম দিয়েছে যা পৃথিবীকে একটি ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন যে, বিশ্বকে এই সম্মিলিত বিপর্যয় থেকে রক্ষা করে একটি নিরাপদ পথে চালিত করার সক্ষমতা, সৃষ্টিশীলতা ও শক্তি তরুণদেরই রয়েছে।

সম্মেলনে প্লেনারী সেশনের পাশাপাশি ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার উপর একটি প্রশ্নোত্তর সেশনেও অংশ নেন প্রফেসর ইউনূস। নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত তরুণ উদ্যোক্তাদের একটি কর্মশালায়ও ভাষণ দেন তিনি। মধ্যপ্রাচ্য ও মাগরেব দেশসমূহের এই তরুণ উদ্যোক্তারা নিজ নিজ দেশের সামাজিক সমস্যাগুলোর সমাধান করতে বিভিন্ন সামাজিক ব্যবসার পরিকল্পনা করেছে। উদ্যোক্তারা তাদের ব্যবসাগুলো কীভাবে শুরু ও এগুলোকে বড় করা যায় সে বিষয়ে প্রফেসর ইউনূসের পরামর্শ চায়।

নেদারল্যান্ডসে অবস্থানকালে প্রফেসর ইউনূসকে ‘ডাচ পোস্ট কোড লটারী’র সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন প্রধান কার্যালয় পরিদর্শন করতে আমন্ত্রণ জানানো হয়। ডাচ পোস্ট কোড লটারী নেদারল্যান্ডসের বৃহত্তম সেবাদানকারী প্রতিষ্ঠান যা বিশ্ব জুড়ে অনেকগুলো সামাজিক ব্যবসাকে সহায়তা দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির এই নতুন ভবনটি যেখানে তার কার্যক্রম অচিরেই স্থানান্তর করা হবে শতভাগ স্বয়ংক্রিয়-জ্বালানী চালিত, পুনঃব্যবহারোপযোগী ও নব-উদ্ভাবিত জ্বালানী-সাশ্রয়ী উপকরণে নির্মিত যা অচিরেই নেদারল্যান্ডসের সবচেয়ে টেকসই স্থাপনা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে।

ডাচ পোস্ট কোড লটারী’র গ্যালারীতে সংরক্ষণের জন্য নেয়া ইউনূসের হাতের চাপ

 

ভবনটির প্রতিষ্ঠাতা Boudewijn Poelmann নিজেই প্রফেসর ইউনূসকে ভবনটি ও তার সকল উদ্ভাবনমূলক বৈশিষ্ট্যগুলো ঘুরিয়ে দেখান। ডাচ পোস্ট কোড লটারী প্রফেসর ইউনূসের হাতের ছাপ সংগ্রহ করে যা ব্রোঞ্জের ছাপে সংরক্ষণ করে নোবেল বিজয়ী ও মানবাধিকার কর্মী ডেসমন্ড টুটু, প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও টেনিস তারকা রাফায়েল নাদালের হাতের ছাপসহ ভবনটির গ্যালারীতে প্রদর্শিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আটকে গেল আইইউটির ভিসি নিয়…
  • ২৮ জানুয়ারি ২০২৬
একটি দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্তির কর…
  • ২৮ জানুয়ারি ২০২৬
​২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ
  • ২৮ জানুয়ারি ২০২৬
মায়েদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার চালু করা হব…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলা, ইউটিএলের নিন্দা 
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage