দেশের সম্ভাবনাময় ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় ‘জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০১৮’ শুরু হবে অক্টোবরে। দেশ ও বিশ্বব্যাপী তরুণ উদ্যোক্তাদের সমন্বিত করার মাধ্যমে তাদের নেটওয়ার্কিং, ফান্ডিং, বি টু বি বিজনেস এবং স্টার্টআপ ইকোসিস্টেম ও অন্যান্য উদ্যোগী চাহিদা পূরণের একটি শক্তিশালী কমিউনিটি তৈরী করার লক্ষ্যে ইয়াং আয়োজন করতে যাচ্ছে বলে জানান আয়োজকরা।
আয়োজকরা জানান, ১৩ অক্টোবর বসুন্ধরা কনভেনশন সেন্টার এ উদ্যোক্তা সম্মেলন আয়োজন করা হবে। পরিচিত পথে না হেঁটে নিজেকে পরিপক্ক করতে ভিন্নধর্মী চ্যালেঞ্জিং তরুণ ও উদ্যোক্তাদের শক্তিশালী সেতুবন্ধন তৈরি করাই এই সম্মেলনের উদ্দেশ্য। ইতোমধ্যে সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।
তারা বলেন, পড়াশুনা শেষে চাকরির পিছনে না ছুটে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করার প্রয়াসে যেসব তরুণ স্বপ্ন দেখছে ইয়াং সেসব তরুণ উদ্যোক্তাদের একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলতে চায়, যা তরুণদের উদ্যোক্তা হবার পথ সুগম করবে নিয়মিত নতুন নতুন উদ্ভাবনী আয়োজনের মাধ্যমে। এ লক্ষ্যে ইয়াং আয়োজন করতে যাচ্ছে জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলন ২০১৮।
সম্মেলনে অংশগ্রহণ সম্পকিত বিস্তারিত তথ্যাবলি জানতে এই :http://youngbd.org/…/national-young-entrepreneurs-summit-2…/ সাইট দেখতে পারেন।