শোক দিবসে ‘লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংকে’র রক্তদান কর্মসূচি

১৫ আগস্ট ২০১৮, ০৬:২৫ PM
‘লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’ এর উদ্যোগে রক্তদান কর্মসূচি

‘লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’ এর উদ্যোগে রক্তদান কর্মসূচি © টিডিসি ফটো

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’ এর উদ্যোগে থ্যালাসেমিয়া রোগীদের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাঙ্গণে বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলে বিকাল ৪টা পর্যন্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু আসলাম, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ (বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়) এর সদস্য সমাজ কর্মী আরমান বাবু রোমেল ও লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংক এর সভাপতি রাকিবুল হাসান।

কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেছেন লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংক এর অর্থ সম্পাদক ফয়সাল মাহমুদ সিফাত, সদস্য নূরুল আলম, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ সালাউদ্দীন, কুতুব উদ্দীন, রুবেল হোসেন ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। রক্ত গ্রহণ করেছেন কাইছার, রাকিব, ইরফান, রাহান, তাছফিয়া, তাহাছিন ও কাসফেয়া জান্নাত।

থ্যালাসেমিয়া রোগীদের স্বজনরা জানান, গত দু’বছর ধরে লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংকে রক্তের জন্য যতবার এসেছি, প্রতিবারই স্বেচ্ছায় রক্ত পেয়েছি।

আবু আসলাম বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। আমি থ্যালাসেমিয়া রোগীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিব।

রাকিবুল হাসান বলেন, যতদিন থাকবে লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংক থাকবে, ততদিন রক্তের অভাবে কেউ মারা যাবে না। সব সময় তারা অসহায় রোগীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরমান বাবু রোমেল বলেন, আমি নিজে রক্তদান করি এবং অন্যকে রক্তদান করতে উৎসাহিত করি। এই পর্যন্ত আমি ১৮ বার রক্তদান করেছি।

একটি দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্তির কর…
  • ২৮ জানুয়ারি ২০২৬
​২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ
  • ২৮ জানুয়ারি ২০২৬
মায়েদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার চালু করা হব…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলা, ইউটিএলের নিন্দা 
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে দৃশ্যমান পরি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage