নিকোলাস মাদুরো © সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এর পরপরই জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট মাদুরো।
তবে এসব ঘটনার মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়, ব্যাপক হামলার পর মাদুরোকে আটক করা হয়েছে।
সামাজিকমাধ্যম ট্রুথে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর ভেনেজুয়েলা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে। অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’