লন্ডনে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ থেকে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ PM
গ্রেটা থুনবার্গ

গ্রেটা থুনবার্গ © সংগৃহীত

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার সময় সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লন্ডনের একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার হাতে ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড ছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ জানিয়েছে, গ্রেটা থুনবার্গ যে প্ল্যাকার্ড বহন করছিলেন, তাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সঙ্গে সংশ্লিষ্ট বন্দিদের প্রতি সমর্থনের বার্তা ছিল।

ব্রিটিশ সরকার ইতোমধ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে। অভিযোগ অনুযায়ী, থুনবার্গের প্ল্যাকার্ডে লেখা ছিল— “আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি।”

সিটি অব লন্ডন পুলিশের এক মুখপাত্র জানান, একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টভাবে একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়, পরে ঘটনাস্থলে উপস্থিত ২২ বছর বয়সী এক নারীকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে সমর্থনসূচক সামগ্রী প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে, ওই নারী গ্রেটা থুনবার্গ।

ডিফেন্ড আওয়ার জুরিসের দাবি, যে ভবনকে কেন্দ্র করে এই বিক্ষোভ চালানো হয়, সেটি একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত অফিস। সংগঠনটির অভিযোগ, ওই বীমা প্রতিষ্ঠানটি ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস-এর যুক্তরাজ্য শাখাকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে।

গ্রেটা থুনবার্গকে গ্রেফতারের ঘটনাটি যুক্তরাজ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার এবং সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে দেশটিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে ইরানকে যে বার্তা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
দেশে দেশে জেন-জি বিক্ষোভ: নেপাল কেন বাংলাদেশ হতে চায় না
  • ১৫ জানুয়ারি ২০২৬
চকরিয়ায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
তিতাসের পাড়ে একদিন, জীবন ও নদীর মেলবন্ধন
  • ১৫ জানুয়ারি ২০২৬
আদালতে মিথ্যা মামলা দায়ের করতে এসে বাদী নিজেই কারাগারে
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9