বাংলাদেশে ফিরতে ভারতের সীমান্তে ভিড়

বাংলাদেশে ফিরতে ভারতের সীমান্তে ভিড়
বাংলাদেশে ফিরতে ভারতের সীমান্তে ভিড়  © সংগৃহীত

কয়েকদিনের বিরতির পর নতুন করে বাংলাদেশে ফেরার জন্য সীমান্তে ভিড় জমাতে শুরু করেছেন অনুপ্রবেশকারীরা। বুধবার (তারিখ উল্লেখযোগ্য নয়) দুপুর থেকেই ভারতের স্বরূপনগর উপজেলার হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক জড়ো হন। তারা সীমান্তে দায়িত্বরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের কাছে আত্মসমর্পণ করে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

সীমান্তে জড়ো হওয়া এসব মানুষের অনেকেই জীবিকার সন্ধানে ‘অবৈধভাবে’ ভারতে প্রবেশ করেছিলেন। আবার কেউ কেউ শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বলে দাবি করেছেন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রায় সবাই কোনো না কোনোভাবে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ভারতে অবস্থান করছিলেন।

সীমান্তে অপেক্ষমাণদের মধ্যে মধ্য তিরিশের আজমল গাজি জানান, তিনি রাজনৈতিক ও প্রশাসনিক নিপীড়নের শিকার হয়ে পরিবারসহ দেশ ছাড়তে বাধ্য হন। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় পুলিশ তার পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। পেটের দায়ে নয়, বরং নিরাপত্তার অভাব থেকেই তিনি চার বছর আগে অবৈধভাবে ভারতে যান। সেখানে কোনো বৈধ কাগজপত্র না থাকায় এখন আর ফেরার পথ ছাড়া বিকল্প নেই বলে জানান তিনি।

জানা গেছে, চিকিৎসা, কাজ কিংবা উন্নত জীবনের আশায় অনেক বাংলাদেশি নাগরিক ভারতে এসে দীর্ঘদিন থেকে যান। তাদের অধিকাংশের কাছেই বৈধ নথি নেই। কেউ কেউ অবৈধ উপায়ে আধার কার্ড, ভোটার কার্ড কিংবা ব্যাংকের পাসবই তৈরি করলেও বর্তমানে যাচাই-বাছাই ও অভিযানের কারণে সংকটে পড়েছেন। ফলে বাধ্য হয়েই দেশে ফেরার চেষ্টা করছেন তারা।

সীমান্তে কথা হয় খুলনার কয়রা উপজেলার বাসিন্দা আক্তারুল সর্দারের সঙ্গে। তিনি জানান, দালালের মাধ্যমে নদীপথে ভারতে প্রবেশ করে ইটভাটায় কাজ করতেন। সম্প্রতি ভাটার মালিক দেশে ফিরে যেতে বলায় তিনি পরিবারসহ বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন।

সাতক্ষীরা, খুলনা, যশোর ও ঢাকা জেলার শতাধিক বাসিন্দা বর্তমানে হাকিমপুর সীমান্তে অবস্থান করছেন বলে জানা গেছে। চেকপোস্টের আশপাশে দেখা গেছে, তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে বড় বড় লাগেজ নিয়ে দলে দলে মানুষ অপেক্ষা করছেন।

বিএসএফ সূত্র জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়াতেই বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। কেউ অবৈধভাবে অবস্থান করে স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে যাচাই শেষে তাকে নিয়ম মেনে বাংলাদেশে পাঠানো হবে। [সূত্র: এইসময়]


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence