এবার হানিয়াকে নিয়ে পাক-ভারত উত্তেজনা

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির  © সংগৃহীত

কাশ্মীর হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ভারত ও পাকিস্তান—দুই দেশই নিয়েছে একাধিক কূটনৈতিক উদ্যোগ। যদিও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে, তবুও পাকিস্তানি শিল্পীরা ভারতীয় সমাজের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন। এর জেরে দুই দেশের নেটিজেনদের মধ্যে সামাজিক মাধ্যমে উত্তেজনা পৌঁছেছে চরমে।

বলিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পাকিস্তানি তারকাদের ভারতীয় বিনোদন জগতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি হানিয়া আমিরসহ আরও কয়েকজন তারকার বিরুদ্ধে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা। তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত ভারতে ব্লক করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে। 

ভাইরাল হওয়া পোস্টের বিষয়ে হানিয়া স্পষ্ট করে জানিয়েছেন, তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। হানিয়ার নামে ভাইরাল সেই পোস্টে উল্লেখ ছিল, নিজ দেশের সেনাপ্রধানকে ষড়যন্ত্রকারী বলেছেন হানিয়া এবং সাহায্য চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। আর এ নিয়েই ব্যাপক বিতর্কে জড়ালেন হানিয়া।

এরপরই হানিয়া এই বিতর্কের জবাবে বলেন, ‘সম্প্রতি, আমার নামে মিথ্যাচার করে একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিবৃতি আমার দেওয়া নয়। এবং এই পোস্টে যা যা লেখা, এ রকম কোনো শব্দ আমি ব্যবহার করি না। এ রকম মনোভাবও আমি সমর্থন করি না। এটি সম্পূর্ণ ভুয়া।’

প্রসঙ্গত, ২২ এপ্রিল দুপুরে, সন্দেহভাজন বিদ্রোহীরা কাশ্মীরের পাহেলগামের একটি নয়নাভিরাম তৃণভূমির বন থেকে বেরিয়ে আসে—যেখানে পৌঁছানো যায় শুধু হেঁটে বা ঘোড়ায় চড়ে। সেখানেই তারা পুরুষ পর্যটকদের ওপর গুলি চালায়। এই হামলায় ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় কাশ্মীরি ঘোড়সওয়ার নিহত হন। তারপর থেকে পাক-ভারত উত্তেজন চরমে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence