সংঘাত সমাধানে

ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ

২৭ এপ্রিল ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। © সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের পক্ষে বাংলাদেশ। তবে দেশ দুটি চাইলে বাংলাদেশের মধ্যস্থতার ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। তবে আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা। কারণ ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই সুসম্পর্ক বিদ্যমান রয়েছে বাংলাদেশের।

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ায় আমাদের অবস্থান একেবারে স্পষ্ট, আমরা শান্তি চাই। ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সংঘাতময় সম্পর্ক রয়েছে বিভিন্ন ইস্যুতে, তা আমরা জানি। তবে আমরা চাই না এখানে কোনো বড় সংঘাত সৃষ্টি হোক যা এই অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। 

তিনি বলেন, আমরা চাই, তারা আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করে ফেলুক। ইতোমধ্যে, দু’একটি দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে। আমরা বিশ্বাস করি, যেভাবেই হোক—মধ্যস্থতার মাধ্যমে কিংবা দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার মাধ্যমে—উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক।

ইতোমধ্যে ইরান এবং সৌদি আরব ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। এ পরিস্থিতিতে, বাংলাদেশও কি মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে—এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, আমি মনে করি না এই মুহূর্তে আমাদের মধ্যস্থতা করার মতো কোনো ভূমিকা নেওয়া উচিত। আমরা চাইব, তারা নিজেরা সমস্যার সমাধান করুক। তারা যদি আমাদের সহায়তা চায়, আপনারা মধ্যস্থতা করুন তাহলে হয়ত আমরা যাব। কিন্তু তার আগে আমরা আগবাড়িয়ে কিছু করতে চাই না।

ভারত-পাকিস্তান উত্তেজনার বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আধুনিক জামানায় সবকিছু সবাইকে কমবেশি প্রভাবিত করে। কাজেই কোনো কিছু আমাদের একটুও প্রভাবিত করবে না, সেটা আমি বলি না। তাদের যেই সংঘাত সেটা আমাদের সরাসরি প্রভাবিত করার কিছু নাই। কারণ, আমরা এতে কোনো পক্ষ নিইনি। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যেকোনো সংঘাত বা সম্পর্ক খারাপ হলে প্রভাব পড়ে।

ঢাবিতে ‘তারুণ্যের ভাবনায় নির্বাচনী ইশতেহার’ শীর্ষক ডায়ালগ অ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর গাড়ির সামনে দাঁড়িপাল্লার মিছিল, জামায়াত নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
দ্বিগুণ বেতনের নতুন পে স্কেল বাস্তবায়নে যত চ্যালেঞ্জ
  • ২৫ জানুয়ারি ২০২৬
বেরোবি ভিসির বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপির দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কার্যা…
  • ২৫ জানুয়ারি ২০২৬