সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ AM
চলতি বছরের শেষভাগে আকাশে বিশেষ মহাজাগতিক দৃশ্যের অপেক্ষা করছে বিশ্ববাসী। সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ বুধবার (৫ নভেম্বর)। চলতি বছরে পরপর তিনটি সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি আজ দেখা যাবে, যা রাতের আকাশকে করবে আরও মোহনীয় ও আলোঝলমলে।
আকাশে সুপারমুন জ্বলে উঠবে, অন্যদিকে ইউরোপবাসী একই রাতে উদযাপন করবে বনফায়ার নাইট। ফলে আকাশের আলো আর উৎসবের রঙ মিলিয়ে রাতটি হবে অনন্য। সোমবার (৩ নভেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, চাঁদ যখন নিজের উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে এবং সেই সময় পূর্ণিমা হয়, তখন চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় ও উজ্জ্বল দেখায়। এই অবস্থাকেই বলা হয় সুপারমুন বা ‘পেরিজি পূর্ণিমা’। পেরিজি অবস্থায় চাঁদ পৃথিবী থেকে প্রায় দুই লাখ ২০ হাজার মাইল দূরে থাকে, আর সবচেয়ে দূরের অবস্থান অ্যাপোজিতে এ দূরত্ব হয় প্রায় দুই লাখ ৫০ হাজার মাইল। পূর্ণিমার সময় চাঁদ যদি পেরিজির ৯০ শতাংশ কাছাকাছি থাকে, তখনই তাকে সুপারমুন বলা হয়।
এই প্রাকৃতিক দৃশ্য উপভোগের ক্ষেত্রে আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আকাশ কোথায় সবচেয়ে পরিষ্কার থাকবে তা জানতে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেয়া গেলে চাঁদ দেখার জন্য সেরা স্থান বেছে নেওয়া সহজ হবে।
নভেম্বরের পূর্ণিমাকে ‘বিভার মুন’ও বলা হয়। প্রতিটি পূর্ণিমারই প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে মিলিয়ে নাম দেওয়া হয়, যার অনেকগুলো শতাব্দী ধরে প্রচলিত। যেমন ফেব্রুয়ারির ‘স্নো মুন’ বা জুনের ‘স্ট্রবেরি মুন’। তবে কিছু নামের অর্থ অনেকের কাছেই তুলনামূলকভাবে কম বোধগম্য। ‘বিভার মুন’ নামটি এসেছে প্রাচীন আমেরিকান আদিবাসী গোত্র ও প্রাথমিক ইউরোপীয় বসতিদের সংস্কৃতি থেকে। নভেম্বর মাসে বিভাররা সবচেয়ে সক্রিয় থাকে, তারা শীতের জন্য খাদ্য সংগ্রহ ও বাঁধ তৈরিতে ব্যস্ত থাকে। তাই তাদের কার্যকলাপের সঙ্গে মিলিয়েই এ পূর্ণিমার নামকরণ।
চলতি বছরের শেষ সুপারমুন দেখা যাবে আগামী ৪ ডিসেম্বর।