সারা দেশে ভারী বৃষ্টির শঙ্কা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৭:৫৯ AM
মৌসুমি লঘুচাপের কেন্দ্র বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্ত এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের ৮টি বিভাগের অধিকাংশ জেলাজুড়ে দিনের বিভিন্ন সময় ভারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের ভারতীয় সীমান্তঘেঁষা এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
তিনি জানিয়েছেন, নিচের জেলাগুলোর ওপর ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলার উপরে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ দিনের বিভিন্ন সময়ে। বিশেষ করে সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে জামালপুর ও ময়মনসিংহ জেলা এবং দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার উপরে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাক্ষমণবাড়িয়া জেলার উপরে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে। চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
সিলেট বিভাগ: আজ প্রায় সারাদিন সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উত্তর দিকের মেঘালয় পর্বতের কাছা-কাছি উপজেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে।
ঢাকা বিভাগ: দক্ষিণ দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরগুনা, ভোলা, পটুয়াখালী জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে।
রংপুর বিভাগ: দিনাজপুর,রংপুর,গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, বগুড়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
বরিশাল ও চট্রগ্রাম বিভাগের উপকূলীয় জেলা ও তৎসংলগ্ন উপকূলবর্তী সমুদ্রে উত্তাল অবস্থা বিরাজ করছে। এই জেলাগুলোর উপকূলে মাছ ধরার ছোট ট্রলার কিংবা বাণিজ্যিক ছোট জাহাজ চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।