শাবিপ্রবির গ্রীণ এক্সপ্লোর সোসাইটির সহায়তায় ইকো পার্কে অবমুক্ত গন্ধগোকুল
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১১:২৫ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৮ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীন এক্সপ্লোর সোসাইটির সদস্যদের সহযোগিতায় একটি গন্ধগোকুল অবমুক্ত করা হয়েছে। সোমবার (৩০ জুন) আটক এ বন্য প্রাণীটিকে উদ্ধার করে সিলেটের একটি ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি জাহ্নবী দত্ত।
জানা যায়, সিলেট সদরের নোয়াপাড়ার লাহিন মিয়ার (৩০) বাড়িতে একটি গন্ধগোকুল ঢুকে তার কয়েকটি কবুতর খেয়ে ফেলে। পরে তিনি সেটাকে ধরে পাঠানটুলা নবাবী মসজিদের সামনে রেখে দেন। খবর পেয়ে গ্রীণ এক্সপ্লোর সোসাইটির সদস্যরা তৎক্ষণাৎ সেটাকে সেখান থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের পাশের জঙ্গলে অবমুক্ত করে দেন।
গন্ধগোকুলটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় পরে আবার ধরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘প্রাধিকার’র কাছে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। পরবর্তীতে টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে গ্রীন এক্সপ্লোর সোসাইটির সভাপতি জাহ্নবী দত্ত বলেন, ‘আমরা পাঠানটুলা থেকে গন্ধগোকুলকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পাসেই অবমুক্ত করি। কিন্তু এটি দুর্বল থাকায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়।’
আরও পড়ুন: কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় র্যাবের অভিযানে যুবক গ্রেফতার
‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ সবসময়ই চেষ্টা করে আহত বা বিপদগ্রস্ত পশুপাখি রেস্কিউ করতে। এমন তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি, জীববৈচিত্র্য রক্ষায় সবারই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা উচিত।’