শার্শায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি 

২৫ আগস্ট ২০২৫, ০৮:০৭ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ PM
বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন

বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন © টিডিসি ফটো

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। রবিবার (২৪ আগষ্ট) বিকালে তিনি সরেজমিনে গিয়ে বসতপুর ২নং কলোনী শরীফপুর, বাঘাডাঙ্গা, মহিষাকুড়া, টেংরা ও ৩নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকার শত শত ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন করেন।

এ সময় তিনি পানিবন্দি মানুষের দুর্দশার খোঁজখবর নেন এবং প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করে আশ্বাস দেন যে, বিএনপি সবসময়ই জনগণের দুঃসময়ে পাশে ছিল এবং থাকবে।

জাহাঙ্গীর হোসেন বলেন, মানুষ আজ দুঃসহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, বহু পরিবার খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। এই দুর্দিনে কারও একা দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, সবাইকে মানবিক দায়িত্বে একে অপরের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য ত্রাণ, আশ্রয় এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করা এখন জরুরি হয়ে পড়েছে।

আরও পড়ুন: আজ কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বন্যাকবলিত এলাকার বাসিন্দারা জানান, প্রতিবার বর্ষা মৌসুমে তারা এমন দুর্ভোগে পড়লেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এবারের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। তারা সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন,সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বর্নির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ভারতীয় পানিতে শার্শার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। ইতোমধ্যে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং জনজীবন স্থবির হয়ে গেছে।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9