যমুনা নদী © টিডিসি ফটো
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজানের ঢলের প্রভাবে যমুনার পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে কয়েক সেন্টিমিটার পানি বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।
পানি বৃদ্ধির কারণে সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার নিম্নাঞ্চলের বহু গ্রাম প্লাবিত হয়েছে। ফসলি জমি ও বাড়িঘরে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিশেষ করে কৃষকরা আশঙ্কা করছেন—ধান, পাট ও শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
আরও পড়ুন: এবার কী নিয়ে সংঘর্ষ ঢাকা কলেজ-সিটি কলেজের?
স্থানীয়রা জানান, পানি বৃদ্ধির কারণে অনেক এলাকায় গ্রামীণ সড়ক ডুবে গেছে, শুরু হয়েছে নৌকা চলাচল। ফলে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, গবাদিপশু নিয়েও বিপাকে পড়তে হচ্ছে গ্রামবাসী।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ত্রাণ সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে পানির স্তর আরও বাড়তে থাকলে ভয়াবহ বন্যার শঙ্কা রয়েছে।