৭২ বছরের বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জোবেদা খাতুন (৭২) নামে এক বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) বাড়ির পাশের আম গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত জোবেদা খাতুন আব্দুল গনি মিয়ার স্ত্রী। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। তিনি লাঠি ভর দিয়ে চলাচল করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) জোবেদা এবং তার মেয়ে রত্না এক সাথে ফজরের নামাজ পরেন। এরপর  রত্না ঘরের কাজ করতে থাকেন। এর ফাঁকে জোবেদা সকলের চোখ ফাঁকি দিয়ে তার ছোট ছেলে বজলু রহমানের ঘরের পূর্ব পাশে পুকুর পাড়ে আমগাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।    

স্থানীয় সূত্রে আরও জানা যায়, জোবেদার প্রথম স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করে বর্তমান স্বামী আব্দুল গনি মিয়া। জোবেদার দ্বিতীয় সংসারে এক ছেলে দুই মেয়ে। সকালে বড় ছেলে প্রথমে তার মা জোবেদার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ছোট ভাই বজলু রহমানকে ডাকেন। এরপর তারা থানা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষে থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


সর্বশেষ সংবাদ