ডাকসু নির্বাচনে ব্যালটে ‘ক্রস চিহ্ন’ এঁকে দিতে হবে ভোট, জেনে নিন নিয়ম

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ AM
ডাকসু নির্বাচনে ব্যালটে ‘ক্রস চিহ্ন’ এঁকে দিতে হবে ভোট

ডাকসু নির্বাচনে ব্যালটে ‘ক্রস চিহ্ন’ এঁকে দিতে হবে ভোট © ফাইল ফটো

আজ মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন। ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। আজকের নির্বাচনকে সুষ্ঠু রাখতে ও ক্যাম্পাসের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ব্যপক উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোট দেয়ার বিষয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ব্যালট পেপারে ভোটদানের ক্ষেত্রে সতর্কতা বিষয়ক একটি বার্তা দিয়েছেন।

এতে বলা হয়, পছন্দের প্রার্থীর নামের পাশের চারকোণা ঘরে নির্ধারিত কালো কালির কলম দিয়ে গাঢ় করে ক্রস চিহ্ন দিতে হবে। ক্রস চিহ্ন যাতে বক্সের কোনাগুলো স্পর্শ করে।এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠার ব্যালট। এ ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।

ব্যালট জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিতে পারবেন শিক্ষার্থীরা। ভোটগ্রহণ করা হবে ক্যাম্পাসের নির্ধারিত আট কেন্দ্রে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হলের বাইরে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনটিতে নিজেদের প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক।

বেগম জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫