রাকসুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী জিএস প্রার্থী আফরিন

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ PM
রাকসু নির্বাচনে জিএস এবং সিনেট সদস্য পদে প্রার্থী হয়েছেন আফরিন জাহান

রাকসু নির্বাচনে জিএস এবং সিনেট সদস্য পদে প্রার্থী হয়েছেন আফরিন জাহান © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এবং সিনেট সদস্য পদে প্রার্থী হয়েছেন উর্দু বিভাগের শিক্ষার্থী আফরিন জাহান। ৬৩ বছরের রাকসুর ইতিহাসে তিনি প্রথম নারী হিসেবে জিএস পদে প্রার্থিতা ঘোষণা করেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।

প্রার্থী হওয়া প্রসঙ্গে আফরিন জাহান বলেন, ‌‌‘একজন নারী হিসেবে এই পদে নির্বাচন করা আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমি শিক্ষা, জবাবদিহিতা এবং ক্যাম্পাসের সাংস্কৃতিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে চাই। একই সঙ্গে আমি পুরো ক্যাম্পাসকে একটি শিক্ষার্থীবান্ধব, বিশেষ করে নারীবান্ধব ক্যাম্পাসে পরিণত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে নারীরা অগ্রণী ভূমিকা পালন করলেও তাদের প্রাপ্য স্বীকৃতি প্রায়ই উপেক্ষিত থাকে। জুলাই বিপ্লবে নারীদের অনন্য ভূমিকা থাকলেও তাদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়েও নারীরা প্রতিনিয়ত নানা সমস্যার শিকার হন। নারী নিপীড়ন, পথে লাঞ্ছনা ও অনলাইন বুলিং এখানে একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা, শুক্রবার মহাসমাবেশ

আফরিন বলেন, যেসব নারী নেতৃত্ব দিতে চায়, তাদের বাজে মন্তব্য ও সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। ফলে এই উৎসবমুখর নির্বাচন হলেও নারীদের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। অনেক পুরুষ প্রার্থী থাকলেও কেন্দ্রীয় সংসদে নারী প্রার্থীর সংখ্যা খুবই কম। সামাজিক চাপ ও ভয়ের কারণে তারা প্রার্থী হতে সাহস পাচ্ছেন না। 

তিনি সব নারীর কণ্ঠস্বর হয়ে নির্বাচনে লড়েছেন এবং এটাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন।

বেগম জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫