যারা ফ্যাসিবাদী বয়ান বাজাচ্ছে, শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখাবে‌: সাদিক কায়েম 

৩১ আগস্ট ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:১৮ PM
ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাদিক কায়েম

ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাদিক কায়েম © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, আজকে আমরা যারা প্রার্থী রয়েছি তাদের বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবনা কী, শিক্ষার্থীদের কী চায়, পুরো রূপরেখা নিয়ে শিক্ষার্থীদের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রার্থীদের বড় একটি অংশের কোন ভাবনা নাই। তারা ফ্যাসিবাদী, কালচারাল ফ্যাসিস্টদের এবং বাকশালের যে বয়ান ক্যাসেট বাজাচ্ছেন। এই বয়ান যারা বাজাচ্ছে, তাদেরকে শিক্ষার্থীরা ৯ তারিখে লালকার্ড দেখাবে।

রবিবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, গত এক বছর জুড়ে ও জুলাই আন্দোলনে আমাদের প্যানেলের সদস্যদের যে শিক্ষার্থীবান্ধব ভূমিকা, আমাদের প্যানেলের যারা আছে তাদের যে যোগ্যতা, তাদের যে দক্ষতা তাতে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। আগামী ৯ তারিখ আমরা ব্যালট বিপ্লব দেখবো। 

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিনিয়ত যাচ্ছি। শিক্ষার্থীদের প্রত্যাশা‌ই আমাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা‌ই আমাদের আকাঙ্ক্ষা। আমাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এর মাধ্যমে আমরা একটা বার্তা দিয়েছি যে, যারা আমাদের সমালোচনা করে তাকে সাথে নিয়ে‌ও একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের স্বপ্ন দেখছি। বিগত বছরগুলোতে আমরা যে কাজগুলো করেছিলাম সেগুলো মোকাবেলা না করতে পেরে এখন তারা আমাদের চরিত্র হরণের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: প্রার্থীতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি: ফরহাদ

তিনি আরও বলেন, আমাদের জোটের যে সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকের ফেসবুক আইডির কমেন্টে নানাধরণের বাজে কমেন্ট করছে। আর এসব করছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর লোক। আমাদের নারী যেসব প্রার্থী রয়েছে তাদের ক্রমাগতই সাইবার বুলিং করা হচ্ছে। আমাদের প্রার্থীর ছবিও বিকৃত করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ‌ও করেছি। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। 

সবশেষে সাদিক কায়েম বলেন, নির্বাচন কমিশনের যারা আছে তাদের আমরা সম্মান করি। তারা আমাদের শিক্ষক। কিন্তু তারা যদি কারো দ্বারা প্রবাহিত হয়, তাদের নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয় তাহলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা আশা করবো তারা নিরপেক্ষ আচরণ করবে এবং আমাদের অভিযোগের সুষ্ঠু বিচার করবে।

বেগম জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫