এক নজরে দেখুন ডাকসু নির্বাচনে কোন হলের ভোটকেন্দ্র কোথায়

২২ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM
ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ছিল মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এর মধ্যে ৫০৯টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি। পরে বিকেলে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর একটা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। একইদিনে ফলাফল ঘোষণা করা হবে। 

এবারে নির্বাচনেও ভোটকেন্দ্র বিশ্ববিদ্যালয়ের হলে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো হলের বাইরেও ভোটকেন্দ্র থাকবে। সভার সিদ্ধান্ত এবারে ডাকসু নির্বাচনে কোন হলের শিক্ষার্থীরা কোন কেন্দ্রে ভোট দিবেন সে তালিকা দেখুন।

কার্জন হল কেন্দ্রে ভোট দিবেন- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল; অমর একুশে হল; ফজলুল হক মুসলিম হল।

শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিবেন- জগন্নাথ হল; শহীদ সার্জেন্ট জহুরুল হক হল; সলিমুল্লাহ মুসলিম হল।

ছাত্র-শিক্ষক কেন্দ্র কেন্দ্রে ভোট দিবেন- রোকেয়া হল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিবেন- বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

সিনেট ভবন কেন্দ্রে ভোট দিবেন- স্যার এ এফ রহমান হল; হাজী মুহম্মদ মুহসীন হল; বিজয় একাত্তর হল।

উদয়ন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন- সূর্যসেন হল; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল; কবি জসীম উদদীন হল।

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দিবেন- কবি সুফিয়া কামাল হল।

ইউ ল্যাব স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন- শামসুন নাহার হল।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫