জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন দুই সদস্য

২৪ জুন ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
 অধ্যাপক ছালেহ আহাম্মদ খান ও অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা

অধ্যাপক ছালেহ আহাম্মদ খান ও অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা © টিডিসি সম্পাদিত

জুলাই গণ-অভ্যুত্থানের ৯ মাস পর রাষ্ট্রপতি মনোনীত সিন্ডিকেট সদস্য ক্যাটাগরিতে দুইজন সিন্ডিকেট সদস্য পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ২৩ জুন (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক আদেশ পত্রে তথ্যটি জানানো হয়।

সিন্ডিকেটে মনোনীত সদস্যরা হলেন - বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহাম্মদ খান এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।
 
পত্রে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২২(১) জি ও ২২(৩) ধারা অনুযায়ী উল্লিখিত ব্যক্তিগণকে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।
 
সিন্ডিকেট সদস্য মনোনীত  হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা বলেন, এটি অত্যন্ত খুশির সংবাদ এবং একইসাথে অনেক বড় একটি দায়িত্ব। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। দায়িত্ব যথাযথ পালনে সকলের সহযোগিতা প্রত্যাশী।
 
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান বলেন, একজন সিন্ডিকেট মেম্বার হিসেবে আমার দায়িত্ব যতটুকু, আমি তা যথাযথ পালন করার চেষ্টা করবো এবং সর্বোপরি  সহায়তা করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন  কতৃত যাতে কোন ভুল সিদ্ধান্ত না নেওয়া হয়, সেদিকে তৎপর  থাকার চেষ্টা করবো।  এ এক বড় দায়িত্ব যা পালন করতে সকলের সহায়তা কামনা করছি।

দলের বিভক্তি এড়াতে বিএনপি চেয়ারপার্সন পদের প্রার্থিতা প্রত্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নির্বাচনী হলফনামা, বছরে তারেক রহমানের আয় ৬ লাখ ৭৬ হাজার টাক…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২২ মামলায় খালাস ও ১৩টিতে অব্যাহতি, খালেদা জিয়ার নির্বাচনী হ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শ্বশুরবাড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, সিসিটিভির হার্ডডিস্ক নিয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২৩ আসনে নির্বাচন করে সবকটিতেই জয়ী হন বেগম খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫