পুলিশি ‘হামলায় মারা যাওয়া’ সহকর্মীর রাষ্ট্রীয় ক্ষতিপূরণসহ ৩ দাবি প্রাথমিক শিক্ষকদের

১৮ নভেম্বর ২০২৫, ০১:০৯ PM
তিন দফা দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ। আহত’ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিক্ষিকা ফাতেমা আক্তার (ইনসেটে)

তিন দফা দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ। আহত’ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিক্ষিকা ফাতেমা আক্তার (ইনসেটে) © টিডিসি সম্পাদিত

তিন দফা দাবিতে আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত শিক্ষকদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। এ ছাড়া আন্দোলনের সময় ‘পুলিশি হামলায় আহত’ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও তিন দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

শিক্ষক নেতারা জানান, আগামী শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে এসব দাবি আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন দফা দাবির দ্রুত বাস্তবায়ন চান তারা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহবায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ সংক্রান্ত একটি কার্ডও শেয়ার করেছেন।

কার্ডে লেখা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি আদায়ে কলম সমর্পণ কর্মসূচিতে অংশগ্রহণ করা আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা ও নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণসহ মন্ত্রণালয়ের (১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তি) ৩ দফা দ্রুত বাস্তবায়ন চান তারা।

আরও পড়ুন: আন্দোলনে আহত প্রাথমিক শিক্ষিকাকে আইসিইউতে নিয়েও বাঁচানো গেল না

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহবায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আন্দোলনের সময় পুলিশি হামলায় আহত অনেক শিক্ষক হাসপাতালে ভর্তি হলেও তাদের সুচিকিৎসা দেওয়া হয়নি। তাদের ওয়ার্ডের বাইরে ফেলে রাখা হয়েছে। অধিকাংশই আহত হয়েছেন পুলিশের সাউন্ড গ্রেনেডের কারণে আতঙ্কিত হয়ে। শিক্ষিকা ফাতেমা আক্তারও ট্রমা থেকে অসুস্থ হয়ে পরে মারা যান।’

আহত শিক্ষকের সংখ্যা শতাধিক জানিয়ে তিনি বলেন, ‘আমরা হামলায় আহত সব শিক্ষকের সুচিকিৎচার জন্য সরকারের কাছে দাবি জানাব। পাশাপাশি শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাব। নতুন কর্মসূচি আসবে কিনা, সে বিষয়ে সংবাদ সম্মেলনের আগে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫