পিনাকী ভট্টাচার্য © টিডিসি সম্পাদিত
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এবার এ নিয়ে কথা বলেছেন সোশ্যাল একটিভিস্ট পিনাকী ভট্টাচার্য। শিক্ষকদের দাবি নিয়ে উচ্চ পর্যায়ে সঙ্গে আলাপ করেছেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘শিক্ষক আন্দোলন নিয়ে আমাকে ভিডিও করতে বলেছেন অনেকে। আমি শিক্ষকদের দাবিগুলোকে নায্য বলে মনে করি। আমার মতে শিক্ষকতার পেশা সবচেয়ে ফিনানশিয়ালি রিওয়ার্ডিং হওয়া উচিৎ। নইলে আমরা ভালো, ব্রিলিয়ান্ট, মেধাবীদের শিক্ষকতার পেশায় পাবোনা।’
আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না এনসিপি
তিনি বলেন, ‘আমি গতকালকেই সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করেছি। উনাদের বলেছি, যেহেতু আপনারা খুব বেশী সময় নেই আর ক্ষমতায়, আর এই দাবি মেটানোর সাথে ফিন্যান্সিয়াল কমিটমেন্ট আছে, তাই একটা কমিটি করুন বিএনপি, জামায়াত আর এনসিপিকে দিয়ে। তারাই নেগোশিয়েট করুক আন্দোলনকারী শিক্ষকদের সাথে। সাথে শিক্ষা ও অর্থ মন্ত্রনালয়ের দুইজন সচিবকে রাখুন। এই দল গুলোই আগামীর সরকার আর বিরোধীদল তৈরি করবে। তাদের বিবেচনাতেই আর অর্থ মন্ত্রনালয়ের গ্রীন সিগনালে কী কী দাবী এখুনি বাস্তবায়ন করা যায় কোন কোন দাবী পর্যায়ক্রমে বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে সিদ্ধান্ত নিন।’
তিনি আরও বলেন, ‘আমার ভিডিও গ্রান্ড পলিটিক্যাল ন্যারেটিভের জন্য। এর বাইরে অনেক বিষয়েই সরকারের সাথে সরাসরি আলাপের সুযোগ থাকায় সব বিষয়ে ভিডিও করার দরকারও নেই। দেখা যাক, সরকার আমার এই প্রস্তাব বিবেচনা করে কিনা। তারা প্রস্তাব অবশ্য পছন্দ করেছে। শিক্ষক আন্দোলনের সাথে জড়িত সকলকে অবহিত করার জন্য এই পোষ্ট দিলাম।’