ছাত্রশিবিরের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে এজাহার দায়ের 

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ PM
ছাত্রশিবিরের লোগো

ছাত্রশিবিরের লোগো © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে এজাহার দায়ের করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার তথ্য সম্পাদক আবু সাঈদ। তিনি গত ২৭ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুল মালেক উকিল হলে অবস্থানকালে ফেসবুকে উক্ত গুজব দেখতে পান।

এজাহারে অভিযোগ করা হয়েছে, দীন মোহাম্মদ নামের এক ব্যক্তির স্ত্রী সুমিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রতিহিংসাপরায়ণ হয়ে তিনজন ব্যক্তি ফেসবুকে শিবিরের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেন। 

অভিযুক্তরা হলেন- শফিক আরমান, পিতা মোখলেছুর রহমান, সাং শাহাপাড়া (ব্যাপারী বাড়ি), থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর, রিয়াদ পাটোয়ারী, পিতা রুহুল আমীন পাটোয়ারী, সাং বাঞ্চানগর, ৩নং ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা ও সজীব পাটোয়ারী, পিতা মুসলে উদ্দিন পাটোয়ারী, সাং ৯নং তোরাবগঞ্জ ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর।

এজাহারে বলা হয়, অভিযুক্তরা ফেসবুকে তিনটি পোস্টে দাবি করেন যে সুমীর হত্যাকারী দীন মোহাম্মদ নাকি ‘শিবির সন্ত্রাসী’ ও ‘জঙ্গি শিবির নেতা’। এ ধরনের অপপ্রচার ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা চালানো হয়।

আবু সাঈদ অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তদের কর্মকাণ্ড দণ্ডবিধির ১৫৩ ধারার আওতাভুক্ত অপরাধ। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত নায়েবে আমির
  • ৩১ ডিসেম্বর ২০২৫
রাজধানীর ৩ সড়কে যান চলাচল সীমিত থাকবে, জানাল আইএসপিআর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫