শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে হাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২৭ আগস্ট ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:৩৭ AM
সড়ক অবরোধ হাবিপ্রবি শিক্ষার্থীদের

সড়ক অবরোধ হাবিপ্রবি শিক্ষার্থীদের © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। 

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায়  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ অবরোধ শুরু করে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এসময় রাস্তার উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন হামলা নিন্দনীয়। জুলাই আন্দোলনে পুলিশ যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আজকেও সেই একই রূপ দেখা গেছে।

তারা আরও বলেন, দেশের প্রকৌশল খাতকে রক্ষার করতে হলে অবশ্যই বিএসসি প্রকৌশলীদের প্রয়োজন। এ জন্য ১০ম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের জন্য উন্মুক্ত করতে হবে। 

তিন দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হবে বলেও জানান তারা। 

শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এর আগে, প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে দুুপুর পৌনে ২টা নাগাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে পুলিশ বাঁধা দিলে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন।

খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতা ও নেতাকর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫