‘বিএনপির এতো শক্তি কোথা থেকে এল’— প্রশ্ন নাফসিনের

১২ জুলাই ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
নাফসিন মেহেনাজ আজিরিন

নাফসিন মেহেনাজ আজিরিন © ফেসবুক থেকে নেওয়া

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও চব্বিশের জুলাই আন্দোলনে সামনের সারিতে থেকে ভূমিকা রাখা নাফসিন মেহেনাজ আজিরিন বিএনপির সাহসের উৎস জানতে চেয়ে বলেছেন, পুরান ঢাকায় নির্মমভাবে বর্বরতার সহিত পাথর মেরে একজনকে হত্যা করা হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, বিএনপির এত সাহস কীভাবে এবং কোথা থেকে এল যে, তারা এভাবে জনসম্মুখে পাথর মেরে মানুষকে হত্যা করেছে? আজ শনিবার (১২ জুলাই) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় সোহাগ হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে তিনি এ মন্তব্য করেন। 

নাফসিন বলেন, আমরা দেখতে পেয়েছি ঘটনাটি লুকিয়ে বা পেছন থেকে নয়, বরং জনসম্মুখে হয়েছে। তার মানে তারা একটা এক্সামপল দাঁড় করিয়েছে যে, কেই যদি চাঁদা না দেয় তাহলে তারা কোন পর্যায়ে যেতে পারে। 

তিনি বলেন, আমরা আরও দেখেছি, গত ৯ জুলাই বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু একটা টিভি মিডিয়াও তা প্রচার করেনি। তারা কী আবার কোনো দলের আনুগত্য চর্চা করছে? তারা কী কোনো দলের হয়ে কাজ করছে? তারা যদি কোনো দলের হয়ে কাজ করতে চায়, আমি সুস্পষ্টভাবে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের পর আপনাদেরকে ছেড়ে দিয়েছি। কিন্তু এখন আর ছাড় দেওয়া হবে না। আমরা জানি, আপনাদেরকে কীভাবে ঠিক করতে হবে। 

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নতুন গতিপথ নির্ধারণ করেছে : শান্ত

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ড. ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে বসে আছেন, কিন্তু এক বছরেও তিনি ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারেন নি। তিনি ব্যর্থ, সম্পূর্ণরূপে ব্যর্থ। আমি প্রশ্ন করতে চাই, তিনি আসলে করছেনটা কী? আমি বলতে চাই, আপনি (প্রধান উপদেষ্টা) যদি এখনো মাজা সোজা করে না দাঁড়ান, দায়িত্ব না নেন, আমরা আপনাদের উদ্দেশ্যে রওনা হব। 

প্রসঙ্গত, রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করেন যুবদলের কয়েকজন নেতাকর্মী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  

আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫