বৃষ্টিতে ভিজে শাহবাগ অবরোধ ছাত্রদলের, যান চলাচল বন্ধ

২২ মে ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৮:৩১ AM
শাহবাগ অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা

শাহবাগ অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন সংগঠনটির নেতারা। আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে তুমুল বৃষ্টির মধ্যে এ কর্মসূচি পালন করছেন তারা। এ সময় তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শাহবাগ মোড়ে কয়েকটি ভাগে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তারা। অনেককে মেট্রো স্টেশনে আশ্র‍য় নিতে দেখা যায়। এ সময় কিছু প্রাইভেট কার ও মোটরসাইকেল চলাচল করলেও কোনও গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

এর আগে বুধবার (২১ মে) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির তথ্য জানানো হয়েছে। নতুন কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার ( ২২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (৭ ঘন্টা) শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করকে সংগঠনটি।

আরও পড়ুন: ইশরাকের বিষয়ে রিটের আদেশ আজ, সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে সন্ত্রাসীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পাল করবেন তারা।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫