বদরুন্নেসা ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

১৪ অক্টোবর ২০২৫, ১১:২৩ AM
ঢাকা কলেজ শিক্ষার্থীদের ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ

ঢাকা কলেজ শিক্ষার্থীদের ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ © টিডিসি ফটো

ঢাকা কলেজের অনার্সের শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্জিত এবং উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করছেন বদরুন্নেসা ও ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে সাইন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। এতে সাইন্সল্যাব সংলগ্ন সবগুলো সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির মধ্যে আজ সকাল ৮টা থেকে ঢাকা কলেজ ক্যঅম্পাসে উচ্চমধ্যমিকের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনার থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি কলেজের মূল ফটক হয়ে মিরপুর সড়কের বিভিন্ন অংশ ঘুরে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সড়কের চারপাশে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিল করছেন তারা।

অন্যদিকে সকাল সাড়ে ১০ টায় রাজধানীর বদরুন্নেসা কলেজের উচ্চমধ্যমিকের নারী শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাইন্সল্যাব অবরোধ করে।

এসময় দুই কলেজের শিক্ষার্থীরা আপস না রাজপথ, আপস না সংগ্রাম, সংগ্রাম, রাজপথ, তুমি কে, আমি কে, ইন্টার ইন্টার, অভিনয়ের জন্য সেরা কে, সেন্ট্রাল সেন্ট্রাল, আপস না সংগ্রাম, সংগ্রাম, বড়দের কালো হাত, গুড়িয়ে দাও, সেরা কলজ ঢাকা কলেজ, সেরা কলেজ বদরুন্নেসা ইত্যাদি স্লোগান দিতে থাকে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা স্থগিত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা, নিয়মিত শ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেমিয়েন মার্টিন কোমায়
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গুলশানের বাসভবন থেকে সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহবাহী …
  • ৩১ ডিসেম্বর ২০২৫