বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগে নতুন চেয়ারম্যান

০৪ আগস্ট ২০২৫, ০৭:২০ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৬:২১ PM
ববির তিন বিভাগে নতুন চেয়ারম্যান

ববির তিন বিভাগে নতুন চেয়ারম্যান © টিডিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় আইন ২৪(৩) ধারা অনুযায়ী, তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা, সমাজবিজ্ঞান ও বাংলা বিভাগের তিন শিক্ষক। বৃহস্পতিবার(৩১শে জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হয়েছেন সহকারী অধ্যাপক মো. ফরহাদ হোসেন। তিনি আগামী ৫ আগস্ট দায়িত্ব গ্রহণ করবেন। সমাজবিজ্ঞান বিভাগের দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক দিলআফরোজ খানম, যিনি ১৯ আগস্ট থেকে দায়িত্বে যোগ দেবেন। একইভাবে বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সহযোগী অধ্যাপক শারমিন আক্তার। তার দায়িত্ব গ্রহণের তারিখ ৮ আগস্ট।

এছাড়া এ তিন বিভাগে চেয়ারম্যান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো.ইমরান হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুমী রানী সাহা ও বাংলা বিভাগ-এর সহকারী অধ্যাপক উন্মেষ রায়ের উপর এ যাবৎ পালিত দায়িত্বের জন্য ধন্যবাদজ্ঞাপন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

উল্লেখ্য, দায়িত্ব পালনের সময়  দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। তবে কেউ একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করেন সেক্ষেত্রে একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।

শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫