জকসু নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নই: জবি রেজিস্ট্রার

৩১ জুলাই ২০২৫, ১০:২০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১০:৫৫ PM
রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন ও জবি লোগো

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন ও জবি লোগো © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। এসময় তিনি বলেন, ‘জকসু নিয়ে আমার কোন দায়বদ্ধতা নেই। এ নিয়ে আমি কোনো কিছু জানি না। জকসু নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আমি আগ্রহী নই।’

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রশাসনিক ভবনে রেজিস্ট্রারের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে কথা বলতে যান একটি বেসরকারি টেলিভিশন ও একটি জাতীয় পত্রিকার রিপোর্টার। ভুক্তভোগী ওই দুই সাংবাদিক এসব অভিযোগ করেন। 

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক লগ্ন বলেন, আমি একজন রিপোর্টার হিসেবে জকসু নিয়ে জানতে চেয়েছিলাম। কিন্তু স্যারের এমন আচরণে আমি ব্যথিত। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক রাকিবুল ইসলাম বলেন, রেজিস্ট্রার স্যার বলেন, তিনি জকসুর নীতিমালা কমিটির সদস্যসচিব নন। একজন সাধারণ সদস্য। ‘আমি কিছু জানি না।’ এসময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী না বলে জানান। 

এর আগে, গত বুধবার কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্রসংসদ, আপ বাংলাদেশ সহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে নেতারা দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে ‎জানা যায়, ২০০৫ সালের ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন’-এ ছাত্র সংসদ সংক্রান্ত কোন আইন না থাকায় এযাবৎ কালীন জকসু নির্বাচন সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর একবারও জকসু নির্বাচন হয়নি। তবে চলতি বছরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় প্রথমবারের মতো জকসুর জন্য একটি খসড়া নীতিমালা উপস্থাপন করা হয়। এরপর সিন্ডিকেটের নির্দেশে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে খসড়া নীতিমালা চূড়ান্ত করছে বলে জানা গেছে।

 

 

 

 

শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫