৫ দফা দাবিতে উত্তাল বিএম কলেজ, শিক্ষার্থীদের অনশনের হুঁশিয়ারি

২৯ জুন ২০২৫, ০৬:১৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৪৯ PM
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল © সংগৃহীত

শিক্ষক সংকটসহ পাঁচ দফা দাবিতে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী ব্লকেড কর্মসূচি করেছেন। আজ রবিবার (২৯ জুন) দুপুরে কলেজসংলগ্ন হাসপাতাল রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের অভাব, অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তার ঘাটতি এবং মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। এসব সমস্যার সমাধান না হলে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশন এবং কলেজের সব দপ্তরে তালা লাগানোর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া, সমাজকর্ম বিভাগের সাইফুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের তানজিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নেই। অল্প বৃষ্টিতে ক্যাম্পাস পানিতে তলিয়ে যায়। ছাত্রাবাসের অধিকাংশ কক্ষ বসবাসের অনুপযোগী। শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস হয় না। এসব সমস্যার দ্রুত সমাধান চাই আমরা।’

শিক্ষার্থীরা আরও জানান, পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষ বৃদ্ধি, আধুনিক অবকাঠামো উন্নয়ন, নিরাপদ ক্যাম্পাস এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। এসব দাবি আদায়ে এর আগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে।

সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫