শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এনইউবি-রাহা হসপিটালের চুক্তি

২৯ জুন ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১২:৩৩ AM
এনইউবি-রাহা হসপিটালের চুক্তি

এনইউবি-রাহা হসপিটালের চুক্তি © টিডিসি ছবি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ও রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদ (অব.) ও রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুল আরেফিন আবদুল্লাহ।

এই চুক্তির লক্ষ্য হলো—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষার্থীরা আর রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা, জরুরি সহায়তা এবং অগ্রাধিকার ভিত্তিতে ডায়াগনস্টিক সুবিধা পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য মিস লাবিবা আবদুল্লাহ এবং বিভিন্ন শিক্ষক কর্মকর্তাবৃন্দ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে শিক্ষার্থীরাই মূল অগ্রাধিকার। একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস তৈরিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫