এনএসইউ ট্রাস্টি বোর্ডে নেতৃত্বে পরিবর্তন, চেয়ারম্যান হলেন কায়সার

২৮ জুন ২০২৫, ০৮:৫৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
আজিজ আল কায়সার

আজিজ আল কায়সার © ফাইল ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)-এর বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আজিজ আল কায়সার। শনিবার (২৮ জুন) বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি বিদায়ী চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

আজিজ আল কায়সার একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও শিক্ষানুরাগী। তিনি এনএসইউর প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক চেয়ারম্যান প্রয়াত এম এ হাশেমের পুত্র। এম এ হাশেম পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং একসময় জাতীয় সংসদের সদস্য ছিলেন। বাবার আদর্শ ও পথ অনুসরণ করে আজিজ আল কায়সার দীর্ঘদিন ধরে এনএসইউর বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি সিটি ব্যাংক এবং পারটেক্স স্টার গ্রুপ-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় আজিজ আল কায়সার বলেন—“নর্থ সাউথ ইউনিভার্সিটি আজ যে অবস্থানে পৌঁছেছে, তা সম্ভব হয়েছে সব সদস্যের নিষ্ঠা, পরিশ্রম ও নেতৃত্বের কারণে। আমি চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে, যেন এটি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হয়ে উঠতে পারে।”

নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন—“আমি আজিজ আল কায়সারকে আন্তরিক অভিনন্দন জানাই। বোর্ডের একজন অভিজ্ঞ সদস্য হিসেবে তিনি সবসময় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে এনএসইউ আরও সমৃদ্ধ হবে।”

উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫