সিআইইউতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘ব্যাটেল অব মাইন্ডস’ অনুষ্ঠিত

১৮ মে ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৬:০৬ PM
 চ্যাম্পিয়ন টিম ‘ভয়েস অব সিআইইউ’

চ্যাম্পিয়ন টিম ‘ভয়েস অব সিআইইউ’ © টিডিসি ছবি

চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘ব্যাটেল অব মাইন্ডস’ অনুষ্ঠিত হয়েছে। সিআইইউ স্কুল অব ল’ ডিবেটিং অ্যান্ড মুটিং ক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহায়তায় গত বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ২০টি দলকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘ভয়েস অব সিআইইউ’। রানার্স আপ হয় টিম ‘রিট ওয়ারিয়র্স’। 

চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন- সাব্বির আহমেদ, নুরুল আবসার ও শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন। এতে সেরা বিতার্কিক নির্বাচিত হন শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন ও রাইজিং ডিবেটর অন্তরা আউবা। 

দুই দিনব্যাপী এই আয়োজনের গ্র্যান্ড ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল’ স্কুলের সহকারী ডিন নাজনীন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। সিআইইউ স্কুল অব ল’ ডিবেটিং অ্যান্ড মুটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আরিফা আক্তার ও জেনারেল সেক্রেটারি সৈয়দা তারান্নুম আলামিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর সায়েদ আহসান খালিদ। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড ড. আসিফ ইকবাল, একাউন্টটিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, আইন বিভাগের সহকারী অধ্যাপক আসমা আল আমিন, বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক সায়েদ হোসেন, স্কুল অব ল’ ডিবেটিং অ্যান্ড মুটিং ক্লাবের মডারেটর নায়েম হোসেন তালহা, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের জোনাল হেড জুয়েল চৌধুরী। 

এই প্রতিযোগিতা তরুণদের মুক্তচিন্তা, গণতান্ত্রিক মনোভাব ও যৌক্তিক বক্তব্য উপস্থাপনের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আয়োজক ও অতিথিবৃন্দ ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, প্রতিযোগিতাটি জাতীয় পর্যায়ে যুক্তিতর্ক ও চিন্তাশীল নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এম এম নুরুল আবসার বলেন, ‘শিক্ষাজীবনের শ্রেষ্ঠ সহশিক্ষা কার্যক্রম হচ্ছে বিতর্ক। একজন গুণী বিতার্কিক তার কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। তিনি তার যুক্তিতর্কের মাধ্যমে সমাজের উচ্চতর শিখরে পৌঁছাতে সক্ষম হন এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেন। বিতর্ক মানুষকে সচেতন করে। যুক্তি প্রাধান্য পেলে সমাজ দ্রুত এগিয়ে যায়। যুক্তিতর্কের মাধ্যমে সমাজে শৃঙ্খলা ও স্থিতিশীলতা গড়ে ওঠে।’

আরও পড়ুন: শাহবাগ মোড় অবরোধ ছাত্রদলের নেতাকর্মীদের

তিনি আরও বলেন, ‘তোমরা বেশি ঘুরাঘুরি করবে। বিতর্কের জন্য এটা জরুরি। আমরা বিভিন্ন দেশের সাথে কথা বলছি। কাঠমুন্ডু থেকে একটা টিম আমাদের স্কুল অব ল’ ভিজিট করতে আসবে। আমরাও আমাদের স্টুডেন্ট তাদের দেশে পাঠাবো। এভাবে জ্ঞান-বিজ্ঞানের প্রসার ঘটবে।’ 

প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভিন্ন বর্ষের ২০টি দল। যেখানে মোট ৬০ জন বিতার্কিক প্রতিযোগিতায় অংশ নেন। এর আগে ব্যাটেল অব মাইন্ডস-এর আয়োজন উপলক্ষে ৭ মে প্রি-ডিবেট ওয়ার্কশপ, ১২ মে প্রিলিমিনারি রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস।

 

আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫