ভিডিও ভাইরাল হওয়া ছাত্রদল নেতার শাস্তির দাবি শিক্ষার্থীদের 

০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ PM
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বগুড়ায় ছাত্রদল নেতা এস এম সামিউল ইসলাম নাহিদের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সরকারি শাহ সুলতান কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

অভিযুক্ত ছাত্রদল নেতা নাহিদ শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের ‍সিনিয়র যুগ্ম আহবায়ক। সম্প্রতি একটি কক্ষে তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ছাত্রদল নেতা নাহিদের কারণে কলেজের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় নাহিদকে ছাত্রদল থেকে বহিস্কার করতে হবে। একই সাথে কলেজ কর্তৃপক্ষকেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এর আগে নাহিদের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘ভিডিও দেখেছি। এ ঘটনায় নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা এস এম সামিউল ইসলাম নাহিদের ব্যবহৃত মুঠোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়াকে আজ চিরবিদায় জানাবেন দেশের মানুষ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০১০ সালে কেড়ে নেওয়া হয় খালেদা জিয়ার বসতবাড়ি, পরে পাঠানো হয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে শেষবারের মতো ফিরোজায় যাত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫