চট্টগ্রামে কনসার্টে পুলিশের গুলিতে আহত হওয়া সেই তরুণ ছাত্রদল কর্মী

১২ অক্টোবর ২০২৫, ১০:০৫ PM
কনসার্ট চলার সময় দুই পক্ষের সংঘর্ষ

কনসার্ট চলার সময় দুই পক্ষের সংঘর্ষ © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ ও গুলির ঘটনা পর্যন্ত গড়ায়। গতকাল শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গুলিতে নাজির শরিফ (২৩) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ছাত্রদল কর্মী বলে জানা গেছে। তিনি নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলামের অনুসারী।

এর আগে গতকাল শনিবার রাত সাড়ে আটটায় চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের কনভেনশন সেন্টার এলাকায় গুলির এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত শরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বাঁ কাঁধের নিচে গুলি লাগে। সেখানে থাকা নেতা–কর্মীরা জানান, পুলিশের গুলিতে শরিফ আহত হয়েছেন।

কনসার্টটি আয়োজন করেছিল একটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। যেখানে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’ পরিবেশনা করার কথা ছিল। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন সন্ধ্যায় শুরু হলেও দুই পক্ষের মধ্যে বিবাদের কারণে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।

ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী নাইম নামের ব্যক্তি জানান, কনসার্ট চলাকালে একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দেয়। তিনি দাবি করেন, স্লোগানদাতা ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। এ নিয়ে অন্য একটি পক্ষ প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫