মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

আগে জীবন, পরে নিয়ম : সারজিস আলম

২১ জুলাই ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৯:৩১ PM
জুলাই পদযাত্রা’ সমাবেশে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম

জুলাই পদযাত্রা’ সমাবেশে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম © টিডিসি

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় অগ্নিদগ্ধ ও গুরুতর আহত অনেকেই এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, কেউ কেউ হাসপাতালে নেওয়ার পথেই লড়ছেন জীবনের জন্য।

এ ঘটনায় সোমবার খাগড়াছড়িতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ সমাবেশ থেকে এক বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘অ্যাডমিশন, কাগজপত্র—সব ফরমালিটি বাদ দিন। আগে জীবন, পরে নিয়ম। হাসপাতালে দয়া করে তা-ই নিশ্চিত করুন।’

সারজিস বলেন, ‘২৬ জুলাই অভ্যুত্থানকালীন সময় রাজপথে সামনের সারিতে দাঁড়িয়ে যারা লড়েছিল, সেই সাহসী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মাইলস্টোন কলেজ অন্যতম। আজ সেখানে এই ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা আমাদের অনেক ছোট ভাই-বোনকে আক্রান্ত করেছে।’

তিনি আরও বলেন, ‘মানবতা সবচেয়ে বড় ধর্ম। এখনই সময় প্রমাণের—আমরা কাগজ নয়, মানুষের পক্ষে আছি।’

আরও পড়ুন: অন্তত ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে ম্যাডাম মেহেরীন নিজেই লড়ছেন মৃত্যুর সঙ্গে

পদযাত্রা সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারী, ‘বাংলাদেশে মুজিববাদের কোনো স্থান হবে না। যত দিন আমরা বেঁচে থাকব, তত দিন বাংলাদেশে কোনো মুজিববাদের স্থান হবে না। ভারতীয় আধিপত্যবাদীদের কাছে আমরা এই দেশ বর্গা দেইনি।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালায় আসতে হয়েছে। সেখানে পাহাড়ি-বাঙালি উভয়ই ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিকে পুঁজি করে ভেতরের ও বাইরের শক্তি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে।’

তিনি সরাসরি বলেন, ‘আমরা স্পষ্ট করে দিয়েছি, আধিপত্যবাদী কোনো শক্তিকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুউদ, সংগঠক মনজিলা সুলতানা  ঝুমাসহ অনেকেই।

আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫