এনসিপির মঞ্চ গুঁড়িয়ে দিল বিএনপি নেতাকর্মীরা

১৯ জুলাই ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ PM
এনসিপির মঞ্চ ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা

এনসিপির মঞ্চ ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা © টিডিসি ফটো

কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ বলে মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘটনায় এনসিপির মঞ্চ গুঁড়িয়ে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। পাশাপাশি জেলার চকরিয়ায় বিক্ষোভ করছেন তারা।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে এনসিপি আয়োজিত সমাবেশে নাসিরউদ্দীন পাটোয়ারীর মন্তব্যের পর এ ঘটনা ঘটে।

জানা গেছে, এনসিপি নেতার এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এদিন বিকেল ৪টার পরেই জেলা বিএনপি কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল শুরু করে। চকরিয়ায় এনসিপির সমাবেশস্থলে হামলা চালায় বিএনপি। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়াও এনসিপি নেতার এ মন্তব্যকে ঘিরে স্থানীয় নেতারা নানা স্লোগান দিতে থাকেন। তারা বলছেন, এ বক্ত্যব্যের জন্য নাসিরুদ্দীন পাটওয়ারীকে ক্ষমা চাইতে হবে। তাকে কক্সবাজারে অবাঞ্চিত ঘোষণা করছি।

এর আগে কক্সবাজারে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা-জমি দখল করছে। চাঁদাবাজি করছে।’

তিনি বলেন, ‘আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।’

এ বিষয়ে হান্নান মাসউদ বলেন, চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছে। লোহাগড়ায় ব্যানার-প্যাস্টুন ছিঁড়ে ফেলেছে।

তিনি বলেন, যেমন আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে করছে, ঠিক তেমনি তারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেইম পরিণতির জন্যে অপেক্ষা করুন।

আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫