রাশিয়ায় ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ AM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৭.৮ রিখটার স্কেলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পনের পরপরই অঞ্চলজুড়ে একাধিক আফটারশক অনুভূত হয়, যাদের মধ্যে একটি ছিল ৫.৮ মাত্রার।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর শনিবার স্থানীয় সময় ভোরে একই অঞ্চলে আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৭.১। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে ইউএসজিএস-এর ভিন্ন তথ্য অনুযায়ী, সেটির মাত্রা ছিল ৭.৪ এবং উৎপত্তিস্থল ছিল ৩৯.৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ভূকম্পনের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন। সতর্কতায় জানানো হয়, উপকূলে ০.৫ থেকে ১.৫ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। তাই বাসিন্দাদের উপকূল ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানান, ভূমিকম্পের পর সব ধরনের জরুরি সেবাপ্রদানকারী সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া না গেলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পপ্রবণ এই কামচাতকা উপদ্বীপে এমন ভূকম্পন নতুন কিছু নয়, তবে এবারের ভূমিকম্প ছিল তুলনামূলকভাবে বেশি শক্তিশালী, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫