শাহবাগে পিজি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ PM
ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস

ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস © সংগৃহীত

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল (পিজি হাসপাতাল) প্রাঙ্গণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের সাত ইউনিট ঘটনাস্থলে পৌছালেও দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

বুধবার (২৬ নভেম্বর) দ্য ডেইলি ক্যম্পাসকে তিনি বলেন, আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে যায়। তবে সবগুলো ইউনিট কাজ করতে হয়নি। দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। 

এর আগে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। হাসপাতালের ভেতরে কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়েছে কি না তাও যাচাই করা হচ্ছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। একটি কক্ষ পুড়ে যাওয়া ছাড়া তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এ ব্লকটির ২য় এবং ৪র্থ তলা থেকে ৭ম তলা পর্যন্ত বিভিন্ন কক্ষ পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থীদের হল হিসেবে ব্যবহার হয়। হল প্রভোস্ট ডা. জামাল উদ্দীন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগুনে হলের কোন কক্ষের ক্ষতি হয়নি।

একদিন আগেই ঝুঁকি মোকাবেলায় হলটি সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে এ ভবন নিয়ে সংবাদ প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস।

নির্বাচনী হলফনামা, বছরে তারেক রহমানের আয় ৬ লাখ ৭৬ হাজার টাক…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২২ মামলায় খালাস ও ১৩টিতে অব্যাহতি, খালেদা জিয়ার নির্বাচনী হ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শ্বশুরবাড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, সিসিটিভির হার্ডডিস্ক নিয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২৩ আসনে নির্বাচন করে সবকটিতেই জয়ী হন বেগম খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের ৪০ স্টেলথ ফাইটার দিচ্ছে চীন
  • ৩১ ডিসেম্বর ২০২৫