বাংলাদেশ মেডিকেল কলেজে হিজাব-নিকাব পরা ছাত্রীদের পরিচয় শনাক্ত করবেন নারী শিক্ষক

১৩ নভেম্বর ২০২৫, ০৫:২৪ PM
বাংলাদেশ মেডিকেল কলেজ

বাংলাদেশ মেডিকেল কলেজ © সংগৃহীত

হিজাব-নিকাব পরা ছাত্রীদের পরিচয় শনাক্তের প্রয়োজনে নারী শিক্ষকরা চেহারা দেখতে পারবেন বলে নির্দেশ দিয়েছে বেসরকারি বাংলাদেশ মেডিকেল কলেজ। ধর্মীয় অনুশাসনের কারণে পর্দাশীল নারীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাস ও পেশাগত পরীক্ষাসহ সর্বস্তরে এই সিদ্ধান্ত মানতে হবে বলে জানানো হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) মেডিকেল কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জালালউদ্দিন ইকবাল স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, বাংলাদেশ মেডিকেল কলেজের অনেক নারী শিক্ষার্থী ধর্মীয় অনুশাসনের কারনে হিজাব এবং নিকাব পরিধান করে ক্লাস ও পেশাগত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ অবস্থায় তাদের চেহারা শনাক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিলে ধর্মীয় অনুভূতির প্রতি সন্মান প্রদর্শন করে নারী শিক্ষক দ্বারা চেহারা শনাক্ত করার জন্যে নির্দেশক্রমে অনুরোধ করা হল।

দেশে দীর্ঘদিন ধরেই হিজাব-নিকাব পরার কারণে ধর্মীয় অনুশাসন মেনে চলা নারী শিক্ষার্থীদের হেনস্তা করার অভিযোগ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের চেহারা শনাক্ত করতে নারী শিক্ষক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বেসরকারি মেডিকেল কলেজটিতে এই নির্দেশনা দেওয়া হল।

নির্বাচনী হলফনামা, বছরে তারেক রহমানের আয় ৬ লাখ ৭৬ হাজার টাক…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২২ মামলায় খালাস ও ১৩টিতে অব্যাহতি, খালেদা জিয়ার নির্বাচনী হ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শ্বশুরবাড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, সিসিটিভির হার্ডডিস্ক নিয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২৩ আসনে নির্বাচন করে সবকটিতেই জয়ী হন বেগম খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের ৪০ স্টেলথ ফাইটার দিচ্ছে চীন
  • ৩১ ডিসেম্বর ২০২৫