মেট্রোরেল দুর্ঘটনা, তদন্তে ৫ সদস্যের কমিটি

২৬ অক্টোবর ২০২৫, ০৫:০৭ PM
মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত © টিডিসি সম্পাদিত

রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রোস্টেশন-সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে উপদেষ্টা বলেন, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। দুই সপ্তাহের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। 

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া   তার পরিবারে কর্মক্ষম কেউ থাকলে তাকে চাকরির ব্যবস্থা করা হবে মেট্রোরেলে।

উল্লেখ্য, উপদেষ্টার ওই ঘোষণার পর বিকেল ৩টার দিকে আংশিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপাতত শুধু দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে বলে জানান তিনি।

শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়াকে আজ চিরবিদায় জানাবেন দেশের মানুষ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০১০ সালে কেড়ে নেওয়া হয় খালেদা জিয়ার বসতবাড়ি, পরে পাঠানো হয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে শেষবারের মতো ফিরোজায় যাত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫