পে স্কেল বাস্তবায়নের দাবিতে অর্থ উপদেষ্টার কাছে যাচ্ছেন কর্মচারীরা

১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ PM
জাতীয় পে স্কেল

জাতীয় পে স্কেল © সংগৃহীত

পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামীকাল রবিবার (১৪ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবে কর্মচারী নেতারা। এর আগে ১৫ ডিসেম্বরে মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম দিয়েছিলেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে করণীয় ঠিক করতে একাধিক সভা করেছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। এসব সভা থেকে বেশকিছু সিদ্ধান্তও নিয়েছেন তারা। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সুরাহা না হলে ১৫ ডিসেম্বর নিজেদের মধ্যে বৈঠক করে কর্মসূচী ঠিক করবেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা বৈঠক করেছি। প্রথমত রোববার অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা পে স্কেল দেয়ার যৌক্তিকতা ও দাবি জানাবো। তার প্রতিক্রিয়া অনুযায়ী আমরা ১৫ ডিসেম্বর সভা করে সিদ্ধান্ত নেবো।

প্রসঙ্গ, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা স্থগিত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা, নিয়মিত শ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেমিয়েন মার্টিন কোমায়
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গুলশানের বাসভবন থেকে সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহবাহী …
  • ৩১ ডিসেম্বর ২০২৫