টটেনহ্যামের স্বপ্নভঙ্গ, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শিরোপা পিএসজির

১৪ আগস্ট ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৭:৩৫ PM
পিএসজির শিরোপা উল্লাস

পিএসজির শিরোপা উল্লাস © সংগৃহীত

ম্যাচজুড়েই আধিপত্য ছিল টটেনহ্যাম হটস্পারের। প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে উয়েফা সুপার কাপ জয় থেকে কয়েক মিনিট দূরে ছিল দলটি। কিন্তু ৮৪তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষমেশ পরাজয় নিয়েই মাঠ ছাড়ে ইউরোপা লিগ জয়ীরা।

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা তুলে নিল ফরাসি জায়ান্টরা। এতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর প্রথম ফ্রেঞ্চ ক্লাব হিসেবে সুপার কাপে চ্যাম্পিয়ন হলো পিএসজি। 

ইতালির উদিনে ম্যাচের ৩৯তম মিনিটে ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ফেনের গোলে লিড নেয় টটেনহ্যাম। বিরতি থেকে ফেরার পরপরই অর্থাৎ ৪৮তম মিনিটে পেদ্রোর ফ্রি-কিক থেকে হেডে লিড বাড়ান অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো; সন হিউং-মিনের বিদায়ের পর প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পিএসজি। অবশ্য ৬৫তম মিনিটে একবার জালে বল পাঠিয়েছিল দলটি। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে গোলবঞ্চিত হয় দলটি। তবে ৮৫তম মিনিটে ডেডলক ভাঙেন দক্ষিণ কোরিয়ার উইঙ্গার লি কাং-ইন। আর ইনজুরি টাইমে উসমান দেম্বেলের ক্রসে হেড থেকে গোল করে ফলকে সমতায় ফেরান গনসালো রামোস।

টাইব্রেকারে প্রথম শটে ব্যর্থ হলেও পরের ৪ শটে ঠিকই সফল পিএসজি। বিপরীতে টটেনহ্যামের ফন দে ফেনের শট রুখে দেন পিএসজির নতুন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, এছাড়া বাইরে চলে যায় মাথিয়াসের শট। এতে ৪-৩ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫